সোমবার , ২৮ ডিসেম্বর ২০২০ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রুপচর্চায় কমলার নানা ব্যবহার

Paris
ডিসেম্বর ২৮, ২০২০ ৩:৩৭ অপরাহ্ণ

কমলালেবু খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে মেলা ভার। স্বাদে তো বটেই, কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। কমলালেবুর রস, খোসা, শাঁস, সব কিছুই আপনার রূপচর্চার কাজে লাগতে পারে। তাই সুন্দর ত্বক পেতে আজই  শুরু করে কমলালেবুর ব্যবহার।

ফেসপ্যাক হিসেবে ব্যবহার:

ফেসপ্যাক হিসাবে কমলালেবুর খোসা ধুয়ে গুঁড়ো করে বা পেস্ট বানিয়ে নিন, প্রয়োজন মত ব্যবহার করুন যেকোনও ফেসপ্যাকে।

টোনার হিসেবে ব্যবহার:

কমলালেবুর রস স্কিন টোনার হিসাবে ভালো। সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখ পরিষ্কার করে নিন। এবার কমলার রসে তুলো ভিজিয়ে মুখে লাগান। এতে করে বাড়বে ত্বকের জেল্লা।

ক্লিনজার হিসেবে ব্যবহার:

ক্লিনজার হিসাবে কমলালেবুর রসের সঙ্গে গোলাপজল আর মধু মিশিয়ে তুলা ভিজিয়ে ত্বক মুছে নিন। শুকিয়ে গেলে ভেজা তুলা দিয়ে মুছে ফেলুন। ত্বক হবে নরম ও পরিষ্কার।

কালচে দাগ দূর করা:

ত্বকের কালচে দাগ দূর করতে কাজে আসে কমলালেবুর রস। লেবুর রসের সাথে দই মিশিয়ে মুখে লাগান। চোখ আর ঠোঁটের চারপাশ বাদ দিয়ে ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঘষে ঘষে উঠিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।

 ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে:

গরম জলে লেবুর খোসার গুঁড়ো আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ভাপ নিন। এতে করে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পাবে৷

 ব্রণের সমস্যায়:

শীতেও ব্রণের সমস্যায় ভুগছেন? কমলালেবুর রসের সাইট্রিক অ্যাসিডকে যাদুকরী কাজ করে ব্রণ সারাতে। আঙুলে করে একটু কমলার রস নিয়ে ব্রণর উপরে ঘষে দিলেই শুকিয়ে যাবে ব্রণ, ত্বক হয়ে উঠবে পরিষ্কার।

বলিরেখা দূর করতে:

কমলায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ত্বককে বলিরেখা পরতে দেয় না। এছাড়া বয়সের ভাজও পড়ে না। কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন, তারপর পানি বা দুধের সঙ্গে মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করুন।

সূত্র: নিউজ১৮

সর্বশেষ - লাইফ স্টাইল