‘রিয়ালের ফাইনাল খেলার কোনো অধিকার নেই’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে জিতে দুই লেগের অগ্রগামিতায় ৬-৫ ব্যবধানে ফাইনালে পা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে রিয়ালের দরকার ছিল দুই গোলের ব্যবধানে জয় কিন্তু এমন ম্যাচে প্রথম গোল পাওয়ার আগে একটিও অন টার্গেট শট নিতে পারেনি বেনজিমা-ভিনিসিয়ুসরা। যেকারনে রিয়ালের ফাইনালে খেলার অধিকার নেই বলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলকিপার পিটার স্মাইকেল।

সিবিএস স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে এই ডেনমার্ক তারকা বলেছেন,’রিয়ালের প্যারিসের ফাইনালে থাকার কোনো অধিকার নেই।

সেমিফাইনালের দুই ম্যাচে তাঁদের পারফরম্যান্স ভাল ছিলনা। তাদের প্রথম সুযোগটি ছিল ৯০ মিনিটে যেটা প্রথম গোল, দ্বিতীয় গোলটি ছিল দ্বিতীয় সুযোগ এবং তৃতীয় গোলটি তৃতীয়বার তারা লক্ষ্যভেদ করেছিল৷’

স্মাইকেল আরও বলেছেন,’পুরো ম্যাচই ম্যানচেস্টার সিটির নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আমরা এমন একটি মুহূর্ত নিয়ে কথা বলছিলাম। আমরা কথা বলেছি স্টেডিয়াম নিয়ে যেটা তাদের ১২তম খেলোয়াড় হিসেবে কিভাবে কাজ করে!’

ম্যানচেস্টার ইউনাইটেডের আরেক সাবেক ফুটবলার রিও ফারদিনান্দ বলছেন,’রিয়ালের খেলোয়াড়দের নিয়ে আপনি কখনোই সন্দেহ করতে পারেননা। আমরা সব সময় বলি চ্যাম্পিয়নস লিগে অভিজ্ঞতা কাজে দেয় কিন্তু তাদের খেলোয়াড়দের মধ্যে জেতার ইচ্ছা দেখা গিয়েছে। রিয়ালের এই দলের বেশ কয়েকজন একাধিকবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ