শুক্রবার , ৩০ আগস্ট ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রিয়ালের সঙ্গী লিভারপুল, বার্সাকে পেল বায়ার্ন

Paris
আগস্ট ৩০, ২০২৪ ৯:০৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গতকাল মোনাকাতে হয়ে গেল নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে ড্র। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো। ছিলেন ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুজি বুফন। লিগ পর্বের ড্রয়ের কিছু অংশ হয়েছে ম্যানুয়ালি, বাকিটা ডিজিটালি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে।

৩২ থেকে দল বেড়ে এবার অংশ নিচ্ছে ৩৬ ক্লাব। এই দলগুলোকে ভাগ করে দেওয়া হয় চারটি পটে। ১ নম্বর পটে ছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা সেরা আট দল। রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলানের মতো দলকে।

মিলান ও ডর্টমুন্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলবে কার্লো আনচেলোত্তির দল। আর অ্যানফিল্ডে গিয়ে খেলতে হবে লিভারপুলের বিপক্ষে। গত মৌসুমের ফাইনালে খেলেছিল রিয়াল ও ডর্টমুন্ডই। এবার লিগ পর্বেই দেখা হয়ে যাচ্ছে এই দুই দলের।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি পেয়েছে জুভেন্টাস, পিএসজি, ইন্টার মিলানের মতো শক্তিশালী দলকে। পিএসজির মাঠে গিয়ে খেলতে হবে পেপ গার্দিওলার দলকে। এবারও বার্সেলোনাকে পেয়েছে বায়ার্ন মিউনিখ। এছাড়া পিএসজি, বেনফিকা, অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে জার্মান জায়ান্টরা। রিয়াল ছাড়াও এসি মিলান, লেভারকুসেনের বিপক্ষে খেলতে হবে লিভারপুলকে।
বায়ার্নের পাশাপাশি ডর্টমুন্ড, বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা। বায়ার্নের সঙ্গে ম্যাচটি হবে ঘরের মাঠে। 

লিগ পর্ব শেষে শীর্ষ আট দল উঠে যাবে নক আউটে। এরপর টেবিলের নবম থেকে ২৪তম দল দুই লেগের প্লে অফ খেলবে শেষ ষোলোয় বাকি আটটি স্থানের জন্য। আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা ক্লাবগুলো সরাসরি ইউরোপিয়ান ফুটবলের সব ধরনের প্রতিযোগিতা থেকে বাদ পড়বে। লিগ পর্বে পারফরম্যান্সের দিক থেকে ওপরের দিকে থাকা দলগুলো নক আউটের ড্রতে সুবিধা পাবে। প্রতিটি দল খেলবে লিগ পর্বে আটটি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি তারা খেলবে ঘরের মাঠে এবং অন্য চারটি প্রতিপক্ষের মাঠে।

রিয়ালের প্রতিপক্ষ
ডর্টমুন্ড (হোম)
লিভারপুল (অ্যাওয়ে)
মিলান (হোম)
আতালান্তা (অ্যাওয়ে)
সার্লসবুর্গ (হোম)
লিলে (অ্যাওয়ে)
স্টুটগার্ট (হোম)
ব্রেস্ত (অ্যাওয়ে)

ম্যানসিটির প্রতিপক্ষ
ইন্টার (হোম)
পিএসজি (অ্যাওয়ে)
ব্রাগে (হোম)
জুভেন্টাস (অ্যাওয়ে)
ফেয়েনোর্দ (হোম)
স্পোর্তিং (অ্যাওয়ে)
স্পার্তা (হোম)
ব্রাতিসলাভা (অ্যাওয়ে)

বায়ার্নের প্রতিপক্ষ
পিএসজি (হোম)
বার্সেলোনা (অ্যাওয়ে)
বেনফিকা (হোম)
শাখতার দোনেৎস্ক (অ্যাওয়ে)
ডাইনামো জাগরেব (হোম)
ফেয়েনোর্দ (অ্যাওয়ে)
ব্রাতিসলাভা (হোম)
অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)

বার্সার প্রতিপক্ষ
বায়ার্ন (হোম)
ডর্টমুন্ড (অ্যাওয়ে)
আতালান্তা (হোম)
বেনফিকা (অ্যাওয়ে)
ইয়াং বয়েস (হোম)
রেড স্টার (অ্যাওয়ে)
ব্রেস্ত (হোম)
মোনাকো (অ্যাওয়ে)

 

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা