রিথিন এন্টারপ্রাইজের সঙ্গে বারনই আবাসিক এলাকার উন্নয়ন প্রকল্পের চুক্তি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বারনই আবাসিক নামে এলাকা করা হচ্ছে।  বারনই আবাসিক এলাকা রাজশাহী নগরীর বাররাস্তার মোড় ছোট বোনগ্রাম এলাকা থেকে আমচত্বর বাইপাস এলাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, এই উন্নয়ন প্রকল্পের তত্বাবধানে রয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। আর প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ১০ কোটি ৯৮ লক্ষ ৫২ হাজার ১৩ দশমিক ৭০০ টাকা। এই প্রকল্পটির কাজ করবে রাজশাহীর  স্বনামধন্য ঠিকাদারী প্রতিষ্ঠান ‘রিথিন এন্টারপ্রাইজ’।Image may contain: one or more people and people sitting

এ উপলক্ষে গতকাল সোমবার সকালে প্রকল্পটির চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ‘রিথিন এন্টারপ্রাইজ’ এর কর্ণধর তৌরিদ-আল-মাসুদ রনি ও আরডিএর প্রকল্প পরিচালক শেখ কামরুজ্জামান।

 

স/আ