রায়হান হত্যা মামলা: পিবিআই তদন্ত দলের ৫ সদস্য করোনায় আক্রান্ত

 

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর মহিদুল ইসলামসহ পাঁচ পরিদর্শক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

রোববার তাদের রিপোর্ট পজিটিভি আসে। সোমবার সমকালকে এ তথ্য নিশ্চিত করেন পিবিআই পুলিশ সুপার খালেদ উজ জামান।

তিনি জানান, রোববার রাতে তাদের করোনা শনাক্ত পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এদিকে রিমান্ডে থাকা এএসআই আশেক এলাহি অসুস্থ হয়ে পড়লে তাকে সোমবার দুপুরে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা হওয়ায় তাকে ভর্তি করা হয় বলে জানা গেছে।

তদন্ত সূত্রে জানা যায়, রায়হান হত্যা মামলার তদন্তের কারণে পিবিআই সদস্যরা বিভিন্ন জায়গায় গিয়েছেন ও অনেকের সঙ্গে মিশেছেন। ধারণা করা হচ্ছে তারা সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

এসপি খালেদ উজ জামান জানান, তারা করোনাভাইরাসে আক্রান্ত হলেও স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকেই রায়হান হত্যা মামলার তদন্তকাজ চালিয়ে যাচ্ছেন।

সূত্র: সমকাল