রাসিক মেয়র লিটনের হস্তক্ষেপে নৃত্যগুরু বাদল পেলেন হাসপাতালের শয্যা

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতা পদকপ্রাপ্ত রাজশাহীর গুনি নৃত্যগুরু ওস্তাদ বজলার রহমান বাদলের অব শেষে ঠাঁই হলো একই ওয়ার্ডে শয্যায়। এর আগে আজ শনিবার দুপুর ১২টার দিকে ‘রাজশাহীর নৃত্যশিল্পী ওস্তাদ বজলার রামেক হাসপাতালের মেঝেতে চিকিৎসাধীন’ এই শিরোনোমের রাজশাহী থেকে প্রকাশি অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটিনিউজে সংবাদ প্রকাশিত হয়।

এই সংবাদের জেরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপে নৃত্যগুরু ওস্তাদ বজলার রহমান বাদল স্থান পাই ওয়ার্ডে শয্যায়।

জানা গেছে, শুক্রবার রাত ১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের  ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তখন থেকে তিনি মেঝেতেেই ছিলেন শয্যা না পাওয়ার কারণে। এনিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বজলার রহমানের স্বজনরাসহ তাঁর শুভাকাঙ্খিরা।

 

স/আ