রাসিক মেয়রের সঙ্গে বার্ড কর্মকর্তাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর কর্মকর্তাবৃন্দ। আজ সোমবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এসময় বার্ড’র ১৩ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা রাজশাহীর পরিস্কার-পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, শিক্ষা ও চিকিৎসা রাজশাহীর অর্থনীতির চালিকাশক্তি। শিক্ষানগরী রাজশাহীর কৃষি প্রধান এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় পরিকল্পনা করা হচ্ছে। শিল্পায়নের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিতে চাই।

মেয়র আরো বলেন, নগরীর উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবে বলে আশা করছি। এখানে তিনটি শিল্প এলাকা অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুলো হচ্ছে, বিসিকি-২, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও চামড়া শিল্পপার্ক। এছাড়া নগরীতে গার্মেন্টস-শিল্প কারখানা প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যহত রয়েছে। আমরা সবাই মিলে রাজশাহীকে এগিয়ে নিয়ে যাব।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব রেজাউল করিম, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির। সভা পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। সভায় রাজশাহী মহানগর নিয়ে প্রেজেন্টশন দেন নির্বাহী প্রকৌশলী (পূর্ত) নূর ইসলাম তুষার।

স/শা