‘মাসুদ রানা’র স্রষ্টার মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ


নিজস্ব প্রতিবেদক:

পাাঠকনন্দিত গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের (৮৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে মেয়র লিটনের এই শোক বার্তার বিষয়টি জানানো হয়।

শোক বার্তায় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, কাজী আনোয়ার হোসেন ছিলেন একধারে লেখক, অনুবাদক, প্রকাশক এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা। সেবা প্রকাশনীর কর্ণধার হিসেবে তিনি ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তাঁর হাতেই জন্ম নিয়েছিল। কাজী আনোয়ার হোসেন তাঁর লেখনীর মাধ্যমে পাঠকের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।

শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান পাঠকনন্দিত গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

আ/ম