রাসিক নির্বাচন: রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘিরে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনকে ঘিরে যেনো উৎসবে পরিণত হয়েছে। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে আসছেন। এনিয়ে রির্টানিং কর্মকর্তার কার্যালয় ঘিরে যেন উৎসবে পরিণত হয়েছে প্রার্থীদের পদচারণায়।

আজ বুধবার সকাল থেকে প্রার্থীরা নিজের মনোনয়নপত্র জমা দিতে আসছেন। এছাড়া পক্ষেও অনেকেই এসেছেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয় অফিসে।

এ নির্বাচনি আমেজ ভেতরে ও বাইরে ছড়িয়ে পরেছে। এনিয়ে নির্বাচন কার্যালয় এলাকায় প্রার্থীদের পদচারণায় মুখোরিত হয়ে উঠেছে। প্রার্থীদের কর্মী-সমর্থকরা মেতে উঠছেন আনন্দ-উল্লাসে।

সকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন, গনসংহতি আন্দোলন সমর্থিত অ্যাডভোকেট মুরাদ মোরশেদ, ৩ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর কামাল হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে তরিকুল ইসলাম স্বপন, ২ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে আতাউর রহমান বাদল, ১২ নম্বর ওয়ার্ডে সিহাব চৌধুরী।

নারী সংরক্ষিত হিসেবে নাফহাতুল জান্নাত ১০ নম্বর ওয়ার্ড হেতম খাঁ বড় মসজিদ সংরক্ষিত-৩ তার ৭,৮ ও ১০ নম্বর ওয়ার্ড। 

অন্যদিকে নিজ নিজ প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দানকে কেন্দ্র করে সমর্থকরা ভির করে রাজশাহী নির্বাচন কার্যালয় এলাকায়। এসময় তারা নিজ নিজ প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাই। এছাড়া স্লোগান দিতে থাকেন তারা।

 

স/আ