রাসিক নির্বাচন: নতুন ভোটার ৩১ হাজার ২২১ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি করপোরেশনের নতুন ভোটারের সংখ্যা ৩১ হাজার ২২১ জন। মোট ভোটার তিন লাখ ১৮ হাজার ১৩৮। এই সিটিতে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৫ জন। নারী ভোটার এক লাখ ৬২ হাজার ৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের চেয়ে পাচঁ হাজার ৯৬৮ জন নারী ভোটার বেশি।

এছাড়া রাজশাহীর ৩০টি ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কেন্দ্র ১৩৭টি। কেন্দ্রের কক্ষ ১ হাজার ২২টি। রাসিক নির্বাচনে আগামী ২৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেয়র, সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন ।

অন্যদিকে, গত ১০ জুলাই প্রর্থীদের প্রতীক বরাদ্দ করা হয়। এর পর থেকে মাঠে নেমে পরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর।

 

স/আ