রাসিকের ১৯নং ওয়ার্ডে সেকেন্ডারী ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় মহানগরীর ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রাম বারো রাস্তার মোড় হতে, জলিলের মোড় হয়ে নূরু ড্রাইভারের বাড়ি পর্যন্ত সেকেন্ডারী ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬সেপ্টেম্বর) সকালে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এ ড্রেন নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সেকেন্ডারী ড্রেন নির্মাণের এ কাজটি সম্পন্ন করতে ব্যয় হবে ১ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ৯৬ টাকা। এর দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার।

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের ডচ-২৭বি প্যাকেজের আওতায় নগরীর ১৮, ১৯,২০ ও ২২নং ওয়ার্ডে সেকেন্ডারী ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হবে। ডচ-২৭বি প্যাকেজে ১৮, ১৯,২০ ও ২২নং ওয়ার্ডে সেকেন্ডারী ড্রেন নির্মাণ কাজে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৩৪ টাকা।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী পপি, সংশ্লিষ্ট প্রকল্পের সহকারী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন নন্দিনী, উপ-সহকারী প্রকৌশলী আল মুতি সরাফুদ্দিন, নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি শামসুজ্জামান রতন, ১৯নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি হাসেন আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু শাহীন রেজা, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, আওয়ামী লীগ নেতা সিদ্দিক মোল্লা, মোকছেদ আলী, জামরুল ইসলাম, ফজর আলী, ১৯নং ওয়ার্ড (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নয়ন আলী প্রমুখ।

স/আ২