রাসিকের নাগরিক সেবা সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক:

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আগামী ২০-২৫ মার্চ ২০১৮ নাগরিক সেবা সপ্তাহ উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে “শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন” করণ বিষয়ক নগর ভবনে জিআইজেড হল রুমে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। সভায় মেয়র বলেন, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন শিশুর অধিকার। জন্ম নিবন্ধন নাগরিকত্ব অধিকার লাভের আইনগত ভিত্তি প্রদান করে এবং জন্ম নিবন্ধন সনদ এর স্বীকৃত প্রমাণপত্র। বর্তমানে দেশের সার্বিক জন্ম নিবন্ধনের হার সন্তোষজনক হলেও শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধের হার আশানুরূপ নয়। সভায় সকলকে শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে যেন শিশুর জন্মনিবন্ধন করে সে বিষয়ে ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কর্মসূচি উদ্যোগ গ্রহণের জন্য কাউন্সিলরবৃন্দকে অনুরোধ জানান।

এ অবহিতকরণ সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।

জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ নাসিরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ারুল আমিন আযব, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, রাসিকের বিভিন্ন শাখার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স/অ