রাসিকে প্রকল্পে অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
GIZ জার্মানীর অর্থায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সহযোগীতায় Urban Management of Internal Migration due to Climate Change Project এর অধীনে এবংImprovement of Living Conditions for Climate Change Migrants in Rajshahi City through demand oriented measure শিরোনামে ঢাকা আহ্ছানিয়া মিশন ১১টি বস্তিতে পানি, পায়খানা ও স্বাস্থ্যা ভাসম্পর্কিত কাজ বাস্তবায়ন করছে।

গতকাল বুধবার শহরের লেকসাইড পদ্মা বসতিতে একটি পায়খানা নির্মাণ কাজ শুরু করা হয়। নির্মাণ কাজ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান টিটো, ২৮ নংওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান এবং ০২ নংওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুব সাঈদ টুটু। উপস্থিত ছিলেন লেকসাইড পদ্মা সিডিসি’র সভাপতি মোছা- মাহেনা বেওয়া এবংএওত জার্মানীর রাজশাহী প্রতিনিধি মোঃ আক্তারুজ্জামান রানা।

ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাভুক্ত মোট ১১টি বস্তিতে জলবায়ু জনিত কারনে স্থানান্তরিত দরিদ্র পরিবারদের পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত কল্পে ৩৫টি গোছলখানা সম্বলিত পায়খানা, ৩০টি দ্বিকক্ষ বিশিষ্ট পায়খানা, ১৬৭০ মিটার কক্রীট রাস্তা, ৫৩০ মিটার আরসিসি ড্রেন এবং ০৬ টিরাস্তার বাতি সংস্কারের কাজ অন্তর্ভুক্ত আছে।

তিনি বলেন, পর্যায়ক্রমিক ভাবে সকল কাজ প্রকল্প ডিজাইন মোতাবেক চলিতে থাকিবে।

 

 

স/আ