রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা দাবিতে নাটোরে ৮টি পৌরসভায় কর্মবিরতি(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবিতে সারা দেশের মতো নাটোরের ৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা একযোগে শুরু হয়েছে ৭২ঘন্টার কর্মবিরতি। পৌরসভা সার্ভিস এস্যোসিয়েশনের ডাকে রবিবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই ধর্মঘট পালন করছে কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার সকাল থেকে পৌরসভার সকল শাখা তালাবদ্ধ রেখে কর্মবিরতি পালন করায় জন্ম, মৃত্যু সনদ সহ অন্যন্যে সেবা নিতে আসা পৌরবাসীরা বিপাকে পড়েছেন। স্থবিরতা দেখা দিয়ে সেবামুলক কার্যক্রমে। কর্মসূচির অংশ হিসেবে সকালে নাটোর পৌরসভার মুল ফটকের সামনে বিক্ষোভ করে কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, নাটোর জেলা পৌরসভা সার্ভিস এস্যোসিয়েশনের সভাপতি জুলফিকার হায়দার বাবু, সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার জন্য পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও সরকারের এখনও টনক নড়ছেনা। যার কারনে ৭২ঘন্টার কর্মবিরতি পালন করছে কর্মকর্তা-কর্মচারীরা। আগামী দিনে কর্মবিরতি আরো কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেয়া হয়।

স/শ