রাশেল হত্যাকাণ্ড, নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে দিনে-দুপুরে প্রকাশ্যে জীবন বীমা করপোরেশনের অফিসের এক পিয়নকে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পিয়নে রাশেল ইসলাম (২০) এর বড় ভাই জুয়েল বাদি হয়ে ৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

আজ বুধবার মহানগরীর রাজপাড়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ সিল্কসিটিনিউজকে এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, জীবন বীমা করপোরেশনের অফিসের পিয়ন হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই জুয়ের গতকাল রাতে এসে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ৫জনের নাম উল্লেখ্য করে আরো তিন থেকে চারজনকে আসমি করে মামলাটি করে।

 

ওসি আরো বলেন, এই হত্যা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আর বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এর আগে মঙ্গলবার দুপুরে পৌনে দুইটার দিকে নগরীর বুলনপুর মন্দিরের কাছে পিয়ন রাশেল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

 

পরে ওই পিয়নকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত ওই পিয়ন নগরীর ঘোষপাড়া এলাকার হাফিজুল ইসলামের ছেলে।

 

এ ঘটনায় শাকিল হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছেন নিহতের স্বজনরা। শাকিল নগরীর বুলনপুর এলাকার মাসুদ পারভেজের ছেলে। তিনি ঘটনার পরে হাসপাতালে আসেন খোঁজ-খবর নিতে। এ সময় রাশেলের স্বজনরা তাকে দেখতে পেয়ে ধরে মারপিট করতে থাকেন। পরে পুলিশ গিয়ে শাকিলকে আটক করে।

 

 

স/আ