রাশিয়া ছাড়লেন নাভালনির সেই মুখপাত্র

রাশিয়া ছাড়লেন কারাবন্দী রুশ বিরোধী নেতা ও ক্রেমলিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ। জানা গেছে, কিরা ইয়ারমিশ ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি চলে গিয়েছেন। তবে এর কারণ হিসেবে তিনি কোনো মন্তব্য করেননি।

এর আগে, চলতি মাসের শুরুতে রাশিয়ার একটি আদালত ইয়ারমিশের চলাফেরার স্বাধীনতার ওপর ১৮ মাসের বিধিনিষেধ আরোপ করেন। করোনা বিধি লঙ্ঘন করার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ সাজা দেন আদালত।

ইয়ারমিশের ওপর যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার মধ্যে অন্যতম- রাতে বাড়ি থেকে বের হওয়া যাবে না, কোনো র‌্যালিতে অংশ নেওয়া যাবে না এবং কর্তৃপক্ষকে না জানিয়ে নিজের ঠিকানাও পরিবর্তন করা যাবে না। আগামী মাসে রাশিয়ায় সংসদ নির্বাচন। তার আগে দেশটির বিরোধী নেতাদের ওপর নানাভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে রুশ কর্তৃপক্ষ। এমতাবস্থায় নাভালনির মিত্রদের মধ্যে অনেকেই রাশিয়া ত্যাগ করছেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন