রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গরিব হবো আমরা: জার্মানি

ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।

এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি ও ব্যাপক মুদ্রাস্ফীতির ফলে শিগগিরই সংকটে পড়তে যাচ্ছে জার্মানির অর্থনীতি। দেশটির অর্থমন্ত্রী রবার্ট হেবেক বুধবার এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দিয়েছেন।

বুধবার জার্মানিভিত্তিক টেলিভিশন চ্যানেল জেডডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে হেবেক বলেন, ‘(যুদ্ধের প্রভাবে) আমরা আরও গরিব হবো। একসময় এই যুদ্ধ শেষ হয়ে যাবে এবং আমাদের এজন্য কোনো মূল্য দিতে হবে না— এটা চিন্তাও করা যায় না।’

ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি। তবে করোনা মহামরির দুই বছর অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মতো জার্মানিতেও প্রায় স্থবির ছিল অর্থনৈতিক কার্যক্রম। ফলে দেশটিতে দিন দিন প্রকট হচ্ছে মুদ্রাস্ফীতি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন