সোমবার , ১৮ এপ্রিল ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাশিয়ার সেই জাহাজ ডুবির ‘প্রথম’ ভিডিও প্রকাশ্যে

Paris
এপ্রিল ১৮, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক

কৃষ্ণসাগরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা মিসাইল ক্রুজার ডুবির একটি বিশ্বাসযোগ্য ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে বলে বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই জাহাজ ডুবির ঘটনার দুটি স্থিরচিত্র নেটমাধ্যমে ছড়িয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ওই ভিডিও ছড়িয়ে পড়ে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসি জানায়, ওই ভিডিও ও ছবি দুটি মস্কভার আকৃতির সঙ্গে মিলে যায়।

ভিডিও ও ছবি দুটি উদ্ধাকারী জাহাজ থেকে ধারণ করা হয়েছে বলে মনে হচ্ছে। তিন সেকেন্ডের ভিডিওতে মস্কভাকে এক দিকে হেলে পড়তে দেখা গেছে।  জাহাজটি থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে।  এছাড়া জাহাজের সামনের অংশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ওই ভিডিওতে দেখা গেছে।

জাহাজটির সব লাইফবোটও পানিতে নামিয়ে দেওয়া হয়ে বলেই ভিডিও দেখে মনে হচ্ছে।

ওই জাহাজ ডুবি নিয়ে দুই রকম দাবি করেছে কিয়েভ আর মস্কো।

কিয়েভের দাবি,  যুদ্ধজাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। মিসাইল হামলায় জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে দেশটি। কৃষ্ণসাগরে অবস্থিত জাহাজটিতে বুধবার হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের ওডেসার গভর্নর।

সর্বশেষ - আন্তর্জাতিক