রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের লাইভে নারীর অভিনব প্রতিবাদ

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের নিউজ বুলেটিন লাইভের সময় ‘যুদ্ধ চাই না’ প্লাকার্ড নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন চ্যানেলটির একজন কর্মী।

সিএনএনের খবরে বলা হয়েছে, সোমবার এই ঘটনা ঘটে। ওই নারী যে প্লাকার্ড ধারণ করেন তাতে লেখা ছিল—যুদ্ধ বন্ধ কর, যুদ্ধকে না বলুন। আর অস্পষ্ট ভাষায় লেখা ছিল, রাশিয়ানরা যুদ্ধের বিপক্ষে।

রাশিয়ার স্বাধীন বিক্ষোভ নজদারি গ্রুপ ‘ওভিডি’ জানিয়েছে, ওই নারী চ্যানেলটির কর্মী।

টেলিগ্রাম চ্যানেলে ওভিডি জানিয়েছে, তার নাম মারিয়া ওভস্যায়ানিকোভা

অভিনব এই প্রতিবাদকারী নারীর একজন বন্ধু ওভিডিকে জানিয়েছে, মারিয়া এখন মস্কোর একটি পুলিশ কার্যালয়ে আছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এই ঘটনায় মারিয়াকে বিচারের মুখোমুখি করা হতে পারে।

টেলিভিশনের লাইভে অভিনব প্রতিবাদের আগে এক ভিডিওতে মারিয়া বলেন, ইউক্রেনে যা সংঘটিত হচ্ছে তা অপরাধ। রাশিয়া আগ্রাসী দেশ। আর এই আগ্রাসনের জন্য দায়ী মাত্র একজন ব্যক্তি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন