রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইছেন পুতিন

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে আজ শনিবার ফোনে কথা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এ সময় ইউরোপের দুই নেতা ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকরে সম্মতি দিতে পুতিনের প্রতি আহ্বান জানান। অন্যদিকে পুতিন রাশিয়ার ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দেন।

শনিবারের ফোনালাপে ম্যাখোঁ ও শোলজ রুশ রাষ্ট্রপ্রধানের প্রতি আহ্বান জানান, রাশিয়া যেন ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করে।

সেই সঙ্গে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বানও জানান তাঁরা।

এদিকে পুতিন বৈশ্বিক খাদ্য সংকটের প্রসঙ্গ টেনে বলেন, ‘বাধাহীনভাবে শস্য রপ্তানির পথ খুঁজে পেতে সাহায্য করার জন্য রাশিয়া প্রস্তুত। কৃষ্ণসাগরের বন্দরগুলো থেকে ইউক্রেনীয় শস্য রপ্তানির বিষয়টিও এর মধ্যে রয়েছে। ’

পুতিনের বক্তব্য তুলে ধরে ক্রেমলিন আরো বলে, রুশ সার ও কৃষিপণ্যের সরবরাহ বৃদ্ধি বৈশ্বিক খাদ্য বাজারে অস্থিতিশীলতা কমাতেও সাহায্য করবে। এ জন্য অবশ্যই সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এবং এর জেরে রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা—দুয়ে মিলে বৈশ্বিক খাদ্য সরবরাহে ব্যাপক ঘাটতি সৃষ্টি করেছে। এর ফলে বিশ্ববাসী চরম খাদ্য সংকটের মুখে রয়েছে। বিশ্বব্যাপী গম সরবরাহের ৩০ শতাংশ আসে রাশিয়া ও ইউক্রেন থেকে।

 

সুত্রঃ কালের কন্ঠ