রাশিয়াকে সেনার বদলে সেনা ফেরত দিল ইউক্রেন

ইউক্রেন ও রাশিয়া দুই দেশ যুদ্ধবন্দী বিনিময় করেছে। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে এবারই প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্দী বিনিময় করেছে তারা।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনের হাতে অনেক রুশ সেনা ধরা পড়েন। আবার রাশিয়ানদের হাতেও আটক হন ইউক্রেনের সেনারা।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির নির্দেশের পর, প্রথমবারের মতো যুদ্ধবন্দী বিনিময় হয়েছে।

তিনি আরও জানান, আমাদের ১০ জন সেনার বদলে আটককৃত ১০ দখলদার সেনাকে ফেরত দেওয়া হয়েছে।

সেনা বিনিময় ছাড়াও বেসামরিক নাগরিকদেরও বিনিময় করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী

ওই ফেসবুক পোস্টেই উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক জানান, রাশিয়ার ১১ জন নাবিকের বদলে ইউক্রেন তাদের ১৯ জন নাবিককে ফিরিয়ে এনেছে।

রাশিয়ার ওই ১১ জন নাবিককে কৃষ্ণ সাগরে অবস্থিত ওডেশা শহর থেকে আটক করেছিল ইউক্রেন।

এদিকে এর আগে মেলিতোপোলের মেয়রকে আটক করেছিল রাশিয়ার সেনারা। তার মুক্তির বদলে নিজেদের ৯ সেনাকে ছাড়িয়ে নিয়েছিল রাশিয়া।

 

সূত্রঃ যুগান্তর