রাশমিকার নতুন ছবি বর্জনের ডাক

ভারতের ন্যাশনাল ক্রাশ রাশমিকা মান্দানার নতুন ছবি ‘পুষ্প’ বর্জনের ডাক দিয়েছেন দেশটির কর্নাটক রাজ্যের সিনেমাভক্তরা। তারা এর বিরুদ্ধে আন্দোলনেও নেমেছেন। টুইটারে হ্যাশট্যাগ (#) দিয়ে ছবিটি বয়কটের ঘোষণা দিয়েছেন তারা, যা এখন টুইটারে ট্রেন্ড হিসেবে দেখা দিয়েছে।

‘#বয়কটপুষ্পইনকর্নাটক’ এখন টুইটার ট্রেন্ড। তবে সিনেমাভক্তদের আপত্তি ছবির গল্প কিংবা পাত্র-পাত্রীকে নিয়ে নয়। তাদের আপত্তি ছবির ভাষা নিয়ে।

ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষার প্রচলন। ‘পুষ্প’ ছবিটি তেলেগু ভাষায় মুক্তি দেওয়া নিয়ে খেপেছেন কর্নাটকের দর্শক। কন্নড় ভাষায় ছবিটি মুক্তি দেওয়ার সুযোগ থাকতেও কেন ছবির মূল ভাষা তেলেগুতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এ প্রশ্ন তাদের। টুইটারে ভক্তরা একের পর এক মন্তব্য করছেন। ছবিটি বয়কটের ডাক দিয়েছেন।

তামিলনাড়ুতে তামিল, কেরালায় মালয়ালম, কর্ণাটকে কন্নড়, তেলেঙ্গানায় তেলেগু ভাষায় কথা বলে মানুষ। ভাষার ব্যাপারে তাদের অনুভূতিও প্রবল। সে কারণে আলাদা আলাদা ভাষায় সিনেমা ইন্ডাস্ট্রিও গড়ে উঠেছে সেখানে। যদিও এক ইন্ডাস্ট্রির তারকারা অন্য ইন্ডাস্ট্রিতে হরহামেশাই অভিনয় করেন। এক ইন্ডাস্ট্রির ছবি অন্য ইন্ডাস্ট্রিতে মুক্তি পায় নিয়মিত।

সুকুমারের পরিচালনায় ‘পুষ্প’ ছবিতে রাশমিকা মান্দানার সঙ্গে রোমান্সে মাতবেন আল্লু অর্জুন। ছবিটিতে একটি ঝাঁজালো গানে অংশগ্রহণ করতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। আরও অভিনয় করেছেন মালয়ালম অভিনেতা ফাহাদ ফাসিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ভক্ত লিখেছেন- ‘যদি কর্ণাটকে ছবিটির মুক্তি দিতে চান, তবে অন্য সব ভার্সনের চেয়ে কন্নড় ভার্সনে মুক্তি দেওয়া হবে সবচেয়ে ভালো।’ আরেকজন লিখেছেন- ‘মানুষকে তেলেগু ভাষায় ছবিটি দেখানোর জন্য এটা একটা পরিকল্পিত এজেন্ডা।’

 

সূত্রঃ যুগান্তর