রামেবি ভিসি’র অপসারণ দাবিতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. মাসুম হাবিব এর অপসারণ দাবিতে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের নেতৃবৃন্দরা। আজ রোববার বিকেলে নগরীর সাহেববাজারসহ বিভিন্ন স্থানে রামেবি ভিসির অপসারণ দাবি সংক্রান্ত লিফলেট বিতরণ করে তারা।

এছাড়া আগামি ৭ সেপ্টেম্বর রামেবি ভিসির অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচির ডাক দেয় তারা।

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, রাজশাহী অঞ্চলের শিক্ষা ও সেবার মানোন্নয়নের লক্ষে ২০১৬ সালের ১২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কিন্তু সেখানে নিয়োগ পান স্বেচ্ছাচারী, দুর্নীতীবাজ ও অযোগ্য ভিসি। যার করণে শুরুতেই মুখ থুবড়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অধ্যাপক মাসুম হাবিব যাচ্ছেতাইভাবে পরিচালনা করছেন।

তাই জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প রামেবি পূর্ণাঙ্গ বাস্তবায়নে অযোগ্য, স্বেচ্ছাচারী ভিসির অপসারণ করে একজন সৎ যোগ্য ভিসি নিয়োগের দাবি জানাচ্ছি।