রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে নগরীর ২ জনের মৃত্যু

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার মানচিত্র।

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বুধাবর (১ জুলাই) করোনা উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। দুইজনই রাজশাহী নগরীর বাসিন্দা ও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

মৃতরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রশায়ন বিভাগের ল্যাব সহকারী ও বালিয়া পুকুর এলাকার বাসিন্দা মাসুদ রানা (৪৫), তিনি মারা যান বুধবার ভোর সাড়ে ৫টার দিকে। আর হোসনীগঞ্জ এলাকার অগ্রণী ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা মীর শওকত আলী (৬৫)। তিনি মারা যান বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে।

ডা সাইফুল ফেরদৌস জানান, দুইজনই রামেক হাসপাতালের ৩০ নম্বর করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মুতদের নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা পরীক্ষার জন্য। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

স/রা