রামেক ল্যাবে ৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে মোট ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বুধবার (০৭ অক্টোবর) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন রাজশাহীর মোট ৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬ টি নমুনার করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। এর মধ্যে ৭৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত সবাই নগরীর বিভিন্ন এলাকা থেকে শনাক্ত হয়েছে।

এদিকে কলেজ ল্যাবের তথ্য পাওয়া সম্ভব হয়নি। এদিকে এ নিয়ে রাজশাহীতে এ নিয়ে মোট ৪ হাজার ৬৮৭ জনের করোনা শনাক্ত হলো। আর মারা গেছে মোট ৪৩ জন।