রামেক ল্যাবে আজ হঠাৎ কমেছে করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে (রামেক) রাজশাহীর ১৮ ও পাবনার ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার রামেক ল্যাবে মোট ১৮৫ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে মোট ৩২ জনের করোনা শনাক্ত হয়। তবে গত কয়েকদিন পরে এত পরিমাণ করোনার নমুনা পরীক্ষা করে মাত্র ৩২ জনের পজিটিভ পাওয়া গেলো।

গত অন্তত ১৫ দিন ধরে গড়ে অর্ধশতাধিক জনের করোনা পজিটিভ শনাক্ত হয়ে আসছিল এই ল্যাবে। তবে আজ বুধবার হঠাৎ করে সেই সংখ্যা প্রায় অর্ধেকেরও নিচে নেমে আসে।

সর্বশেষ গতকাল মঙ্গলবার রামেক ল্যাবে ১৯১ টি নমুনা পরীক্ষা শেষে ৬২ জনের করোনা শনাক্ত হয়। এর ম্যধ্যে ৪৫ জন হলেন রাজশাহীর বাসিন্দা। আর ১৫ হলেন পাবনার এবং দুজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। রাজশাহীর ৪৫ জনের মধ্যে নগরীর হলেন ২৬ জন।

রাজশাহীতে একদিনে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত, নগরীতেই ৫৮

স/আর