রাবি হাল্ট প্রাইজ ২০২২-২৩ বছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হাল্ট প্রাইজ প্রতিযোগীতা পরিষদের ২০২২-২৩ বছরের ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কমিটিতে ডেপুটি ডিরেক্টর ইন্টারনাল অ্যাফেয়ার্স এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জীবন ও সামিউল ইসলাম।

পরিচালনা পরিষদের চিফরা হলেন,  সারজিল আহমেদ, হৃদয় তালুকদার, মালিহা খান, রায়হানা সুলতানা, আতিক আবরার, জয় অধিকারি, সাদিয়া আক্তার,রামিছা ফারিহা।

পরিচালনা পরিষদের ডেপুটি চীফরা হলেন- আলভি আশরাফ, আখতারুজ্জামান বাবু, রহমতউল্লাহ তাকি, মাহফুজুর রহমান, তানজিলা আক্তার, প্রান্ত বড়ুয়া, আকিফ শিকদার, আল-ফাহাদ উৎস, মাসতুরা মোহনা, মাহাদি হাসান, তানভির মাহাতাব, তানজিম প্রাঙ্গণ, সানজিদা আলম, মাকছুর অনম, সোহরাব সিয়াম, আব্দুল কাদের।

এছাড়া এক্সিকিউটিভ হিসাবে রয়েছেন জসিম উদদীন, আব্দুল আলিম, মুস্তাইন বিল্লাহ, কাজল রেখা, সৌরভ দাস অন্তর।

জি/আর