রাবি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাস সেবা পুনরায় চালু

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার বাস সেবা স্থগিত করার পর পুনরায় চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মকছিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বাস সেবা স্থগিতের প্রতিবাদে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। তালা ঝুলিয়ে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরবর্তীতে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনটি রুটে বাস দেয়ার কথা জানালে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।

এসময় শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সশরীরে পরীক্ষার কথা বলে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসছে। করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করেছে। লকডাউনে আমরা বাড়ি যেতে পারছি না। আমাদের বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিলো তারা। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। গতকাল রাতে হঠাৎ সিদ্ধান্ত বাস দেবে না। আমাদের দাবি একটাই বাস চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারি না। সবকিছু ঠিক থাকার পরেও গতকাল রাতে সিদ্ধান্ত পরিবর্তন মানা যায় না। আজকেই মধ্যেই বাস সেবা চালু করতে হবে। আমাদের বাড়ি পৌঁছে দিতে হবে।

এ বিষয়ে পরিবহন দপ্তরের প্রশাসক মকছিদুল হক বলেন, লকডাউন শিথিলের ঘোষণা আসার পর আমরা বাস সেবা স্থগিত করেছিলাম। কিন্তু সার্বিক দিক বিবেচনা করে আমার তিনটি রুটে বাস সেবা দেওয়ার পুনরায় সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত অনুযায়ী বাস ঢাকা, রংপুর ও খুলনা রুটে বাস সেবা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই আটকে পড়া শিক্ষার্থীদের বাস সেবা গ্রহণের জন্য তথ্য জমা দেওয়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা মেনে প্রায় ৩ হাজার শিক্ষার্থী বিভিন্ন রুটে যাওয়ার তথ্য জমা দিয়েছিলো।

স/অ