রাবি শিক্ষকদের ইংরেজি ভাষা উন্নয়নের কর্মশালা

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের ইংরেজি ভাষার উন্নয়নে ৪ দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেছে। ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক সাইদুল আবরার এই কোর্সে প্রশিক্ষণ দিচ্ছেন।

গতকাল রোববার (০৪ জুন) সকাল সাড়ে ৯টায় কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল ও রাজশাহীর বিশ্ববিদ্যালয় ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউট এ কর্মশালা যৌথ ভাবে আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, বর্তমান বিশ্বে ইংরেজিতে দক্ষতা একান্ত প্রয়োজনীয় বিষয়। আমাদের ইংরজিতে দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন প্রশিক্ষণ ও অনুশীলন। সেই ক্ষেত্রে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ আমাদের শিক্ষকদের ইংরেজিতে দক্ষতার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ইংরেজি ভাষার প্রয়োজন দক্ষতা অনস্বীকার্য। এই প্রশিক্ষণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদেশে উচ্চশিক্ষার দ্বার প্রসারিত করতে বিশেষ ভূমিকা রাখবে যা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ইতিবাচক অর্জনে সহায়ক হবে।

অনুষ্ঠানে ইংরেজি অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।