বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০১৬ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবি প্রেসক্লাবের নতুন সভাপতি তৌহিদ সম্পাদক সোহাগ

Paris
নভেম্বর ১৭, ২০১৬ ৮:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২৭তম কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের তাসলিমুল আলম তৌহিদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক বর্তমানের ইমদাদুল হক সোহাগ নির্বাচিত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন শেষে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. মিজানুর রহমান ২।

 

অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি-১ আল আমীন হোসেন আকাশ (দৈনিক আমাদের অর্থনীতি), সহ-সভাপতি-২ মনিরুল ইসলাম নাঈম (ক্যাম্পাস লাইভ/ বিবার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক- রবিউল ইসলাম তুষার (The Financial Express), কোষাধ্যক্ষ- মানিক রাইহান বাপ্পী (দৈনিক নতুন প্রভাত), দফতর সম্পাদক- সাইফুল্লাহ খালিদ (দৈনিক  আমার দেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মুজাহিদুল ইসলাম শাহিন (দৈনিক মানবকন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- আব্দুর রহমান আশিক  (দৈনিক ভোরের পাতা), ক্রীড়া সম্পাদক- নুর মোহাম্মদ রিফাত (নতুন বার্তা ডটকম) এবং কার্যনির্বাহী সদস্য- আমানুল্লাহ আবির (দৈনিক দিনকাল), হুমায়ুন কবীর সাজু (দৈনিক রাজশাহীর আলো) মিজানুর রহমান রানা (দৈনিক রাজবার্তা)।

 

নির্বাচনের ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. হাছানাত আলী, প্রফেসর ড. ফজলুর রহমান, রাবি প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি গোলাম রসুল রনি প্রমুখ।

এদিকে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

 

এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদাদল), জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী সংবাদিক ইউনিয়ন, রাজশাহী সিটি প্রেসক্লাব, রাজশাহী টেলিভিশন রিপোর্টার্স ফোরাম, রাবি সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন ধরনের সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

স/শ

সর্বশেষ - সব খবর