রাবি উপাচার্যের বাসার নামফলক উধাও

 

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের বাসভবনের নামফলক ভাংচুর ও সরিয়ে ফেলেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল রোববার (১২ মার্চ) বিকেলের পর থেকে তাঁর নামফলকটি বাসভবনে দেয়ালের গায়ে দেখা যায়নি।
এ বিষয়ে উপাচার্য বাসভবনের প্রহরী সাদেম মিয়া বলেন, গতকাল উপাচার্য অবরুদ্ধ থাকার পর আন্দোলনরত শিক্ষার্থীরা বাসভবনের দিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। এ সময় আমরা আত্মরক্ষার্থে ভিতরে চলে যাই। তারপর থেকেই আর নামফলকটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক জানান, আমি এ ঘটনা সম্পর্কে অবগত নয়। খোঁজখবর নিচ্ছি।
গত শনিবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিনোদপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সমসয় পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের উপর পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এঘটনার প্রতিবাদে গতকাল রোববার আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।