রাবি’র ৮১ গাছে মরণ চিহ্ন!

নিজস্ব প্রতিবেদক:


‘বোবা প্রাণি, আছে জীবন-নেই ক্ষমতা। মালিকের ইচ্ছেতেই বাঁচা-মরা। গাছ নামের এমন ৮১টি প্রাণির গায়ে পড়েছে মৃত্যুর চিহ্ন। চিহ্নগুলো হয়তো আঁচ করতে পেরেছে সবাই। যেনএখন মরতে হবে। প্রাচীর তৈরির জন্য কাটা হবে গাছগুলো’ এমনটি বলছেন- সংশ্লিষ্টরা।



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফায়ার সার্ভিসের পেছনে সড়ক। এই সড়কটি রাবি’র সুইপার কলোনীর দিকে গেছে। সড়কটির দুই পাশের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। অনেকটাই গাছে ঢাকা সড়ক বলা চলে। কিন্তু সড়কটির প্রায় ৮১টি গাছে সাদা ক্রস (গুন) চিহ্ন দেওয়া হয়েছে। এতে বোঝাই যায়-গাছগুলো কাটার সংকেত।

ছোট বড় মিলে ২০ থেকে ৩০টির বেশি গাছ কাটা পড়বে। যদিও সেই ছোটগাছগুলোতে ক্রস (গুন) চিহ্ন দেওয়া হয়নি। এই সড়কের পাশের বেশির ভাগ গাছের বয়স ২৫ থেকে ৩০ বছরের বেশি বলে স্থানীয়রা জানায়। গাছগুলোর মধ্যে রয়েছে- মেহেগুনি, কৃষ্ণচুড়া, বাবলা, আকাশমনি (ইউক্যালিপটাস) ইত্যাদি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে- চৌদ্দপাই থেকে বুধপাড়ার দিকে যেতে মোহনপুরের ব্রিজের কিছু আগে রাবিতে যাওয়া সড়ক রয়েছে। এই সড়ক পর্যন্ত গাছগুলোতে ক্রস (গুন) চিহ্ন দেওয়া হয়েছে। এছাড়া আগে থেকে ফেলা হয়েছে ইটও।

শুধু তাই নয়-তৈরি করা হয়েছে অস্থায়ী একটি ঘরও। এই সড়কে চলাচল করাপথচারী ও আশের-পাশের স্থানীয়রা জানায়-শুনেছি রাবি প্রাচীর দেবে। দেখছি ইটও ফেলেছে। কয়েকদিন আগে বেশকিছু গাছে ক্রস (গুন) চিহ্ন দিয়েছে। হয়তো দ্রুতই কাজ শুরু হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহার ‍মুঠোফোনে কয়েক বার কল করা হলে তিনি রিসিভ করেননি। তাই এই বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি রাবি কর্তৃপক্ষে।

স/আ