রাবির হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ!

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর অনুপস্থিতিতে তার বেতনের টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। গত বুধবার রাতে সিন্ডিকেট সভায় এ অভিযোগের সত্যতা যাচাই করার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিন্ডিকেট সভায় সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে শাহ্ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, বিপ্লব নামের এক কর্মচারী দুই বছর ধরে অনুপস্থিত থাকলেও তার নামে বেতন তুলেছেন বলে অভিযোগ ওঠে ওই হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে। এ অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স/অ