রাবির হলে দরজার কড়া ভেঙে ছাত্রলীগ নেতার সিট দখল

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের একটি রুমের দরজার কড়া ভেঙে সিট দখলের অভিযোগ পাওয়া গেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (০২ নভেম্বর) রাতে এ হলের ২৩৫ নম্বর রুমের দরজার কড়া ভাঙার ঘটনা ঘটে। দরজার কড়া ভাঙার পর ওই রুমের এক আবাসিক শিক্ষার্থীর বিছানাপত্র সরিয়ে আরেকজনকে তুলে দেওয়া হয়। বিষয়টি জানার পর হল কর্তৃপক্ষ রাতেই ওই রুমে তালা ঝুলিয়ে দেয়।

হল সূত্রে জানা গেছে, ওই কক্ষে সুলতান মাহমুদ এবং মো. সরওয়ার নামের দুই শিক্ষার্থী থাকেন। তারা দু’জনই মাস্টার্সের শিক্ষার্থী। তবে তারা এখনও হলে আসেননি। রুমটি তালাবদ্ধই ছিল। গত মঙ্গলবার রাতে শাখা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আহসান উল্লাহর পাঁচ-ছয়জন অনুসারী গিয়ে ওই কক্ষের তালা ভাঙার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তারা দরজার কড়া কেটে রুমে প্রবেশ করে। পরে সুলতান মাহমুদের বিছানাপত্র সরিয়ে আকিব আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীকে সিটের দখল বুঝিয়ে দেয় তারা। বিষয়টি হল কর্তৃপক্ষ জানতে পেরে তৎক্ষণাৎ তারা ওই কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

ওই কক্ষের আশে-পাশে থাকা কয়েকজন শিক্ষার্থী নাম গোপন রাখার শর্তে বলেন, হলে ওঠার জন্য আকিব ছাত্রলীগের নেতাকর্মীদের পাঁচ হাজার টাকা দিয়েছেন বলে তাদের কাছে জানিয়েছেন।

জানা গেছে, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হলের সিট বিক্রির অভিযোগ নতুন নয়। অধিকাংশ হলেই ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিনিয়ত সিট বিক্রি করেন বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের।

বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা আহসান উল্লাহ বলেন, ওই রুমের শিক্ষার্থীদের মাস্টার্স শেষ। রুমটি ফাঁকা থাকায় আকিবকে ওই রুমে উঠতে বলি। কিন্তু আকিব আমাকে না জানিয়েই হলে ঢুকেছে। কাজটা ঠিক হয়নি। এ বিষয়ে আকিব আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, বিষয়টি আমি এখনও জানি না। আমি খোঁজ নিচ্ছি। জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ সুজন সেন বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ওই রুমে তালা দিয়েছি। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেএ/এফ