রাবির ভর্তি পরীক্ষা প্রশ্নপত্রে বঙ্গবন্ধুর হত্যার সাল ভুল : দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের প্রশ্নেপত্রে (এমসিকিউ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের সাল ভুল পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা, ভর্তিচ্ছু, অভিভাবক ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে  এমন ভুলে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ভর্তি কমিটি।

 
বিশ্ববিদ্যালয়ের সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বি (আইন অনুষদ) ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্রে প্রিপজিশন পুরণের একটি প্রশ্নে উল্লেখ করা হয়েছে, ….15th August 2016, Bangabandhu was brutally killed. প্রশ্নপত্রে এমন ভুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, ভর্তিচ্ছু, অভিভাবক ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

 
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু সিল্কসিটি নিউজকে  বলেন,‘ বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে ভুল বা ত্রুটিপূর্ণ যেকোন তথ্য আমাদের জন্যে বেদনাদায়ক এবং কাম্য নয়। প্রশ্নপত্র প্রণয়নে অসাবধানতাবশত এমন ভুল হতে পারে। তবে এমন ভুল হওয়া উচিত হয়নি।’
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে করা প্রশ্নে এমন ভুল হওয়া উচিত হয়নি। প্রশ্নপত্র প্রণয়নে আরো সর্তকতা অবলম্বন করা উচিত ছিল।’

 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। এই প্রশ্নপত্র তৈরিতে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

 
এদিকে প্রশ্নে এমন ভুলের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বি ইউনিট ১ম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটি। সন্ধ্যায় ওই কমিটির চীফ কো-অর্ডিনেটর আ.ন.ম. ওয়াহিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইংরেজি ব্যকরণ অংশের একটি প্রশ্নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকা-ের তারিখ ১৫ আগস্ট ১৯৭৫ এর পরিবর্তে ১৫ আগস্ট ২০১৬ মুদ্রিত হয়েছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আইন অনুষদ গভীর দুঃখ প্রকাশ করছে।’

 
প্রসঙ্গত, সোমবার থেকে চার দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৯ টি অনুষদের ৫৭টি বিভাগের ৪ হাজার ৭১২ টি আসনের (বিভিন্ন কোটাসহ) বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ৯৪৯ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ৩৮জন ভর্তিচ্ছু। এ ভর্তি পরীক্ষা শেষ হবে আগামী ২৭ অক্টোবর।

স/অ