রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের নতুন আহ্বায়ক অধ্যাপক খলিলুর

রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক খলিলুর। ফাইল ছবি

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খলিলুর রহমান। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে অধ্যাপক হাবিবুর রহমান আহ্বায়কের পদ থেকে অব্যহতি নেন। এতে আহ্বায়কের পদটি শূন্য হয়ে যায়। যার প্রেক্ষিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনা অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, এবারের প্রগতিশীল শিক্ষক সমাজের ৫৫১ জন সদস্য তাদের ভোট প্রয়োগ করেছেন। এর মধ্যে ২৫৫ ভোট পেয়ে আহ্বায়ক পদে বিজয়ী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খলিলুর রহমান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রগতিশীল শিক্ষক সমাজেরর বর্তমান কমিটির কো-কনভেনার তারিকুল হাসান ২২১ ভোট পেয়েছেন। এছাড়াও বাংলা বিভাগের অধ্যাপক সুজিৎ সরকার ৫৫ ভোট ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মুন্সি মঞ্জুরুল হক ১৬ ভোট পেয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচনে ৪টি ভোট বাতিল হয়েছে। ১১৯ জন অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান সমর্থিত প্যানেল আহ্বায়কসহ চারটি পদে জয় লাভ করে। বাকি ১৬ পদে জয় পায় দুর্নীতি বিরোধী শিক্ষকরা।

এএইচ/এস