মঙ্গলবার , ২২ আগস্ট ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবির পরিবহন কর্মচারীদের মারধরের প্রতিবাদে স্মারকলিপি

Paris
আগস্ট ২২, ২০১৭ ৬:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসচালককে মারধরের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পবা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে এ স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাস থামিয়ে শিক্ষার্থী নামানোর সময় বাসের চালক সাইফুল ইসলাম ও হেলপার আশিকুর রহমানকে কোন কারণ ছাড়াই মারধর করেন পবা থানার এসআই মেহেরুল ইসলাম। ওই বিষয়ে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক আকিব ইমাম, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান প্রমূখ। পরে তারা তারা বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসককেও এ স্মারকলিপি প্রদাণ করেন।

এ বিষয়ে জানতে চেয়ে প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

গত ১৭ আগস্ট নওহাটা কলেজ মোড় স্টপেজে বিশ্ববিদ্যালয়ের বাস থামিয়ে শিক্ষার্থীদের নামাচ্ছিলেন চালক সাইফুল ও হেলপার আশিকুর রহমান। এ সময় মোটরসাইকেলযোগে সাদা পোশাকে দুই পুলিশ সদস্য বাস চালককে ‘তুই’ সম্বোধন করে দ্রুত বাস সরিয়ে নিতে বলে। বাস চালক শিক্ষার্থী নামানো হলেই সরিয়ে নেবে জানালে কোন কথা ছাড়াই তাকে ও হেলপারকে মারধর করতে থাকে এসআই মেহেরুল ইসলাম। এতে মাথায় গুরুতর আঘাত পান বাস চালক সাইফুল।

স/বি

সর্বশেষ - রাজশাহীর খবর