রাবির ছয়টি একাডেমিক ভবনের নামকরণের প্রস্তাব

নিজস্ব ‍প্রতিবেদক:
দেশ বরেণ্য ব্যক্তিদের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয়টি একাডেমিক ভবনের নামকরণ ও দুটি একাডেমিক ভবনের নামের বানান সংশোধন করার প্রস্তাব করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভার সদস্যদের মতামতের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরি মো. জাকারিয়া।

অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, ‘ভবনগুলোর নামকরণের জন্য প্রস্তাবনা তৈরী করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিজ্ঞানভবন যথাক্রমে সত্যেন্দ্রনাথ বসু, মুহম্মদ কুদরাত-ই-খুদা, স্যার জগদীশ চন্দ্র বসু ও জামাল নজরুল ইসলাম ভবন নামকরণের প্রস্তাব রাখা হয়েছে। কৃষি অনুষদ ও চারুকলা অনুষদ ভবনের নাম হবে যথাক্রমে ড. মাকসুদুল আলম ও শিল্পাচার্য জয়নুল আবেদীন ভবন। এ ছাড়া শহীদুল্লাহ্ কলাভবন ও সৈয়দ ঈসমাইল হোসেন সিরাজী ভবনের নামের বানানে ব্যাকরণগত ও বানানগত ভুল থাকায় সেগুলোও সংশোধন করা হবে এবং সকল একাডেমিক ভবনগুলো ইংরেজিতে নামকরণ করারও প্রস্তাব রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, আমাদের দেশে অনেক খ্যাতিমান বিজ্ঞানী, লেখক, সাংস্কৃতিমনা ব্যক্তি রয়েছেন। যারা আন্তর্জাতিকভাবেও স্বীকৃতিপ্রাপ্ত। স্ব-স্ব ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু দুঃখের বিষয় এ যে কোন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভবনগুলোর নামকরণে গুণী এ মানুষগুলোর নাম দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেন না। দেশ বরেণ্য ব্যক্তিদের নামানুসারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের নামরকরণ করা হলেও প্রতিষ্ঠার পর থেকে চারটি বিজ্ঞান ভবনের নামকরণ করা হয়নি। প্রস্তাবনাটি সিন্ডিকেটে পাস হলেই দ্রুত এ কাজগুলো সর্ম্পূণ করা হবে।’

স/অ