রাবিতে ১১ দফা দাবিতে মতিহার হলের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত শিক্ষার্র্থীদের হলে অবস্থান, আবাসিক শিক্ষককে হলে অবস্থানসহ ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষার্থীরা।
বৃৃহস্পতিবার মতিহার হলের সামনে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী তারা এ কর্মসূচি পালন করে। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যপক  মিজানুর রহমান সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে।
সেখানে অধ্যাপক  মিজানুর রহমান শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, ‘উপাচার্য এখন রাজশাহীতে নেই। তিনি আসলে তোমাদের দাবিগুলো নিয়ে আলোচনা সাপেক্ষে যাথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।’
শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আত্মীয়-স্বজনদের হলে প্রবেশের অনুমতি, হলের ওয়াই-ফাই সমস্যা সমাধান, কর্মকর্তা-কর্মচারীদের সৌজন্যমূলক আচরণ নিশ্চিত, বাসায় নোটিশ দেওয়ার পূর্বে শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, অন্যান্য হলের ন্যায় বৈদ্যুতিক হিটার ব্যবহারে সুযোগ দিতে হবে।
এর আগে গত ২১ জুলাই মতিহার হলে ‘শৃঙ্খলা রক্ষার স্বার্থে’ হলের ডাইনিং-এ শুধুমাত্র মতিহার হলের শিক্ষার্থীরা খেতে পারবেন এবং কক্ষে বৈদ্যুতিক হিটার ব্যবহার করতে পারবে না বলে নোটিশ টানানো হয়। এ ছাড়াও ওই নোটিশে অন্য হলের শিক্ষার্থীদের হলে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তারপর থেকেই শিক্ষার্থীরা হল প্রশাসনের এই সিদ্ধান্তকে প্রত্যাহার করার দাবি জানিয়ে আসছিল।
এ ব্যাপারে মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মু. আলী আসগরের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স/অ