রাবিতে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু কাল

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে আন্তঃহল সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) আয়োজনে আগামীকাল শুক্রবার সকল ১০টায় এ প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতা শেষ হবে আগামী সোমবার।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও টিএসসিসি-তে একসঙ্গে এ প্রতিযোগিতা শুরু হবে। প্রথম দিন নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত ও যন্ত্রসংগী, বাংলা ও ইংরেজী কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন লোকসঙ্গীত, বিতর্ক, অভিনয় ও রবীন্দ্র সঙ্গীত এবং তৃতীয় দিন উচ্চাঙ্গ নৃত্য, সাধারণ নৃত্য ও লোকনৃত্যে’র প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার শেষ দিন বিকাল ৫টায় মিলনায়তনে এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী পর্বটি অনুষ্ঠিত হবে।

টিএসসিসি’র পরিচালক অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আশা করছি আমাদের এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হবে।’

স/অ