রাবিতে সামাজিক বিজ্ঞান গবেষণা পদ্ধতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষকদের জন্য সামাজিক বিজ্ঞান গবেষণা পদ্ধতি শীর্ষক এক কর্মশালা আজ রবিবার থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৯টায় ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাস বক্তৃতা করেন।

এই কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় ১০টি বিভাগের প্রায় ৭০ জন শিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭ জন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষক রিসোর্স পারসন হিসেবে অংশ নিচ্ছেন।
স/আর