রাবিতে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদবিরোধী সচেতনতার ডাক

নিজস্ব প্রতিবেদক:
নাতিদের গানবাজনা-নৃত্য দেখে তিরস্কার করছেন দাদি। বলছেন ‘উচ্ছন্নে গেল’ ‘নষ্ট হয়ে গেল’। কিন্তু মা বলছেন ছেলেমেয়েরা একটু আধটু গানবাজনা করবে নাতো কি। গানবাজনা কমে গেছে বলেইতো ছেলেমেয়েদের আজ এ অবস্থা। গানবাজনার অভ্যাস নেই, বই পড়ার অভ্যাস নেই। আগে কত গানবাজনা হতো। কত বই পড়তাম।

 
চলমান জঙ্গি হামলার প্রেক্ষাপটে নির্মিত সচেতনতামূলক নাটক ‘ইন্টারঘ্যাঁট’র একটি দৃশ্য এটি। ‘অনুশীলন নাট্যদলের’ কর্মশালাভিত্তিক প্রযোজনা এটি। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়েছে।

 

55 copy
অনুশীলন নাট্যদলের সদস্যরা জানান, জঙ্গি তৎপরতাকে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মোকাবিলার অংশ হিসেবেই জঙ্গিবাদবিরোধী এই নাটক মঞ্চস্থ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 
নাটকটিতে বড় ছেলেকে ‘উচ্চশিক্ষার’ জন্য গ্রাম্য মাতব্বরের মাধ্যমে শহরে পাঠিয়েছেন বাবা। কিন্তু দীর্ঘদিন পরেও ছেলে বাড়িতেও ফেরে না, কোনো যোগাযোগও করে না। একদিন সেই মাতব্বরকে পেয়ে ছেলের বিষয়ে জানতে চাইলেন। মাতব্বর তাকে জানালেন, ছেলে ‘বৃহৎ জ্ঞান’ অর্জনে ব্যস্ত আছে, এখন সে বাড়ি ফিরতে পারবে না।

 
হঠাৎ একদিন ফেসবুকে ছেলের ছবি দেখে মহল্লার এক ছেলে বাবাকে জানান। পুলিশ জঙ্গি হিসেবে তার ছবি প্রকাশ করেছে। নাটকটির শেষ দৃশ্যে এসে ‘নিখোঁজ’ তরুণদের ঘরে ফিরে আসার আহ্বান জানানো হয়।

 
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজন নাজির, তানজিদা নাহার, হাসি চক্রবত্তী, খায়রুল ইসলাম, লেমন, সাজ্জাদ, রায়হান, অর্ক প্রমুখ।

স/শ