রবিবার , ৩১ জুলাই ২০১৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘তরুণরাই এদেশকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করবে’

Paris
জুলাই ৩১, ২০১৬ ১২:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
তরুণরা এদেশ স্বাধীন করেছে তারাই এদেশকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করবে। গুটিকয়েক বিপথগামী তরূণ এসক কর্মকান্ড ঘটাচ্ছে। তাই তরুণরা এগিয়ে আসলেই এ সমস্যার সমাধান সম্ভব। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাসহ সকল সন্ত্রাস-জঙ্গিবাদী কর্মকান্ডের প্রতিবাদে রাবি শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, ‘জঙ্গিবাদ এদেশে দীর্ঘদিন ধরে লালিত পালিত হয়ে আসছে। যা আজ মহীরুহে পরিণত হয়েছে। জঙ্গিবাদ মোকাবিলায় তরুণ শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যস্ত রাখতে হবে। নতুন বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মিজানউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন নিবেদিত প্রাণ, নিরীহ শিক্ষককে হত্যা করা হয়েছে। আমার মনে হয়েছে আমাকে হত্যা করা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়কে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছু বিপথগামী থাকতে পারে। ঐক্যবদ্ধভাবে এসব বিপথগামীদের চিহ্নিত করতে হবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহর্’ সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক শাহ আজমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাবেক ছাত্রউপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক কেবিএম মাহবুবুর রহমান, ইতিহাস বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, মানব বন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
স/শ

 

সর্বশেষ - রাজশাহীর খবর

আপনার জন্য নির্বাচিত