রাবিতে শহীদ শামসুজ্জোহা স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা আগামীকাল

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃহস্পতিবার (১২ জুলাই) থেকে ‘শহীদ শামসুজ্জোহা স্মৃতি বিতর্ক’ শুরু হচ্ছে। ৯ম বারের মতো বিশ্ববিদ্যালয়ের বিজনেস-স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) চার দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করছে। বুধবার বিকেলে রবীন্দ্র কলাভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে আবু ইউসুফ জানান, বিতর্ক প্রতিযোগিতা দুইটি পর্বে অনুষ্ঠিত হবে। আগামী ১৩ জুলাই ‘শহীদ সুখরঞ্জন সমাদ্দার আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’ শীর্ষক ১ম পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ৩২টি দল অংশগ্রহণ করবে। ১৪ জুলাই ‘শহীদ হবিবুর রহমান আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা’ শীর্ষক ২য় পর্বে বিভিন্ন হল থেকে ২৬টি হল অংশগ্রহণ করবে। এছাড়া উদ্বোধনী দিনে ‘সংবিধান অলিম্পিয়াড’ শীর্ষক ৩য় পর্বের প্রতিযোগিতায় প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেবে।

১২ জুলাই বিকেল ৪টায় টিএসসিসিতে প্রতিযোগিতার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি টিএসসিসির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হাসিবুল আলম প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন ও বিএফডিএফের উপদেষ্টাম-লী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি মডেল বিতর্ক অনুষ্ঠিত হবে।

গত ২৭ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিবন্ধন সম্পন্ন করা হয়। ১৫ জুলাই শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, বিভিন্ন অনুষদের ডিন, সংগঠনের উপদেষ্টাম-লী প্রমুখ।

প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করছে ক্যারিয়ার সহায়িকা প্রতিষ্ঠান অদিতি লিমিটেড। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক সমকাল, দৈনিক সোনার দেশ ও অনলাইন পোর্টাল পদ্মাটাইমস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী সদস্য আবু ইউসুফ, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য হাসান মাহমুদ, নাজনীন আক্তার, হাবিবুর রহমান ও শুভজিৎ ভট্টাচার্য।

স/শা