রাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় শহীদ হবিবুর রহমান হল মাঠের পাশে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
বিশ্ববিদ্যালয় কৃষি প্রকল্পের আওতায় ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ শীর্ষক এই কর্মসূচিতে চলতি মৌসুমে ক্যাম্পাসে বনজ, ফলদ ও ঔষধি গাছের প্রায় ১,৫০০ চারা রোপণ করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে কৃষি প্রকল্প উপদেষ্টা কমিটির সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

স/মি