রাবিতে বি ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ২১ শতাংশ


রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার(০৬ অক্টোবর) তিনটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে এ বছর ভর্তি পরীক্ষা শেষ হলো। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ২১ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক এ কে শমসুদ্দোহা বলেন, এ বছর ‘বি’ ইউনিটে আবেদন করেছে ৩৯ হাজার ৮৯৫ জন। পরীক্ষায় ৩১ হাজার ৫১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিতির সংখ্যা ছিলো ৮ হাজার ৩৭৮ জন শিক্ষর্থী। যা মোট শিক্ষার্থীর ২১ শতাংশ।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার সি ইউনিট (বিজ্ঞান) ও এ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১০ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আগামী ১ই ডিসেম্বর থেকে ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এবছর তিন ইউনিটে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে মোট ১ লক্ষ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদন করে।

জেএ/এফ