রাবিতে বিভিন্ন আয়োজনে অষ্টম ‘আরইউএসসি ফ্রেসার্স রিসেপশন’ সমপন্ন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সফলভাবে  শেষ হলো অষ্টম আরইউএসসি ফ্রেসার্স রিসেপশন ২০২২। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হলো অষ্টম আরইউএসসি ফ্রেসার্স রিসেপশন ২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেটেনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ ডিন  অধ্যাপক ড. মো. জালাল উদ্দীন সরদার, প্রানিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপত ড. বিধান চন্দ্র দাস, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান কমিটির সভাপতি আবিদ হাসান। অনুষ্ঠান শুরু হয় প্রথম বর্ষের নবীনদের নিয়ে কুইজ প্রতিযোগিতা দিয়ে। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। এরপর শুরু হয় ক্যারিয়ার আলোচনা। এতে বক্তব্য রাখেন, রাজশাহী সাইফুর’স ব্রাঞ্চ ইনচার্জ আল ইমরান তমাল। বক্তব্যে তিনি ইংরেজি ভাষার প্রতি দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি মাতিয়ে রাখেন তৃমাত্রিক ব্যান্ড।

জি/আর