রাবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের আয়োজনে ছয় দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০১৮ শুরু হয়েছে।

বুধবার বেলা ১১টায় চারুকলা চত্বরের মুক্তমঞ্চে এই প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। প্রদর্শনীর আহ্বায়ক ও বিভাগের সভাপতি অধ্যাপক এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক বিলকিস বেগম। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক এ এইচ এম তাহমিদুর রহমান। এই অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশগ্রহণকারী নয়টি ক্যাটাগরির কৃতি শিক্ষার্র্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। প্রদর্শনীতে প্রায় ২৫০টি বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
স/শ