রাবিতে বাংলাদেশ-ভারত নাট্যোৎসব শুরু রবিবার

রাবি প্রতিনিধি:
বাঙালির সংস্কৃতির অমলিন সেতুবন্ধনকে অধিক মজবুত করার প্রত্যয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সপ্তাহব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব-২০১৮ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। সাত দিনব্যাপী এ নাট্যউৎসব আগামী রবিবার থেকে শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আতাউর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতাউর রহমান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ অবস্থিত ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় নাট্যকলা বিভাগ এ নাট্যোৎসবের আয়োজন করেছে। এতে বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা ১৩টি নাট্যদলের অংশগ্রহনে দুইটি ভেন্যুতে ১৩টি নাটক মনঞ্চায়িত হবে। ভেন্যু দুটি হলো শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তন। প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ নাট্য প্রদর্শনী চলবে বলেও তিনি জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান, নাট্যকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে নাট্যোৎসবের উদ্ধোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা, বিশেষ অতিথি থাকবেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. সোমনাথ সিনহা, রাবির অনুশীলন নাট্যদলের পরিচালক অধ্যাপক মলয় ভৌমিক।

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক ড. হাবিব জাকারিয়া, সহকারী অধ্যাপক কাজী শুসমিন আফসানা, ড. কৌশিক সরকার, ড. মো. আমিরুজ্জামান, সুমনা সরকার, প্রভাষক মো. আব্দুস সোবহান।

স/শ