রাবিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, রাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএসসিসি’র পরিচালক অধ্যাপক হাসিবুল আলম প্রধান ও সঞ্চালনা করেন খাইরুন নাহার তৃপ্তি।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। তার সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙালি। বঙ্গবন্ধু তার রাজনৈতিক দূরদর্শিতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলীর কারণেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সন্তানের স্বীকৃতি পেয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত ‘বাঙালী জাতির রূপকার’ শীর্ষক এক তথ্যচিত্রে বঙ্গবন্ধুর জীবনী ও তার রাজনৈতিক দর্শন তুলে ধরা হয়।
স/শ